নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীর দল বকুল বালিকাদের মহৎ উদ্যোগে দশ জন রত্নাগর্ভাদের নিয়ে  এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটেরিয়ামে বকুল বালিকা দলের উদ্যোগে রত্নগর্ভা নওগাঁ এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রধান  ডঃ শাহুরিয়া ইনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকুল বালিকা প্রাক্তন ছাত্রী ফোরাম এর সহ সভাপতি আকতারি বেগম,সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বকুল বালিকা ছাত্রী ফোরামের সহ সভাপতি মূর্শেদা ইফেৎ বানু। নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে দশ জন  "মা''কে নির্বাচন  করে এই সন্মানা প্রদান করা হয়। যারা অনেক কষ্ট করে তাদের ছেলে-মেয়ে কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করেছেন। তাদের সন্তানরা আমাদের দেশের এবং সমাজের বিভিন্ন জায়গায় থেকে দেশ ও জাতির উন্নয়নে এবং সেবা মূলক কাজ করে যাচ্ছেন ।

সেইসব প্রতিষ্ঠিত সন্তানের দশ জন মাকে এই সন্মান প্রদান করা হয়।নওগাঁয় বকুল বালিকা দলের উদ্যোগে রত্নাগর্ভদের সম্মামনা প্রদান অনুষ্ঠানে এই  দশজন গুণী ও রত্নগর্ভা মা'দের উপর আলোচনা শেষে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বকুল বালিকার দল এই ছোট্ট উদ্যোগ টা গ্রহণ করেছে শুধু মাত্র নওগাঁ শহরের জন্যে নয় বরং গোটাদেশের মা'যেন অনুপ্রাণিত হোন তাদের সন্তানদের কে প্রতিষ্ঠিত করবার জন্যে! অনুষ্ঠানে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানায় বকুল বালিকা ফোরামের রওনক জাহান। উপস্হাপনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন হুমায়রা ঝিনুক। যেসব মা'দের কে সন্মাননা প্রদান করা হয় তাদের নাম মিসেস জেসমিন জলিল,মিসেস শাফিয়া তাহের, হাসিনা খানম,জান্নাত জহুরা,মাহমুদা শফিক,সুলতানা আমেনা আক্তার,শাহনাজ বেগম, রুখসানা,রাধা রানী সাহা,আঞ্জুমান আরা ছন্দা,মৌসুমী রহমান সংগীতা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করা হয়।পরে গীতা পাঠ, মূল পর্বের আলোচনা শেষে আবৃত্তি সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।