মাহবুজ্জামানঃনওগাঁর নিয়ামতপুরে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহারের ভারে বিদ্যালয়টি এখন ভারাক্রান্ত। তার বিভিন্ন অনিয়ম এবং স্বেচ্ছাচারিতায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এতে শিক্ষার পরিবেশ মারাত্মভাবে বিঘ্নিত হচ্ছে। এসব কারণে দূর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষকদের। তবে এসবের মূল কারণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সভাপতিকেই দায়ী করছেন স্থানীয়রা।জানাগেছে, বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার উক্ত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কোন নিয়ম-নীতির তোয়াক্কা করেননা।
তার আর্থিক অনিয়ম,অব্যাবস্থাপনাসহ বিভন্ন অনিয়ম-দূর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ইতোমধ্যে অত্র বিদ্যালয়ে অবস্থিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের আগেই ৬টি ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়।এসব অনিয়ম এবং দূর্নীতির বিরুদ্ধে সম্প্রতি নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা। বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে। যার কোন ভিত্তি নেই।এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।